মাগুরা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, কৃষি বান্ধব বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। কৃষকদের ফসল চাষাবাদের জন্য বীজ, সার সহ কৃষি উপকরণ ভূর্তকীতে প্রদান করে উৎপাদনে গতি এনেছেন। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমাদের কৃষি উৎপাদনের এই ধারাকে ধরে রাখতে হবে। তিনি গত ১৫ এপ্রিল মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, কৃষি উৎপাদন অব্যহত রাখতে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভর না করে পরিবেশ সহনশীল চাষাবাদে কৃষকদের উদ্ভুদ্ধ করতে হবে। বোরো ধানের চাষ কমিয়ে আউশ ধান চাষাবাদ বাড়াতে হবে। কৃষকসহ দেশের মানুষের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের প্রতি উদ্ভুদ্ধ করতে কৃষি বিভাগের প্রতি তিনি আহ্বান জানান। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সুফিয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুস্তম আলী, রাঘবদাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল ফকির ও চাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। পরে প্রধান অতিথি সদর উপজেলাধীন ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করেন। প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।